• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১
ছবি: সংগৃহীত।

সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সুপারিশ প্রত্যাখ্যান করে ১৫ শতাংশের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। অসন্তোষের মুখে অন্তত ২৫ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার অন্তত ২৫ কারখানায় এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে এসে ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রাখেন। নিউ এইজ, ডেকো, এথিক্যালসহ অন্য কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ করে ফ্লোরে বসে থাকেন। শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করে। এ ছাড়া ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করে। হা-মীম ও নিট এশিয়ার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট-এর পরিমাণ বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
আশুলিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন