মির্জাপুরে বাসচাপায় নিহত ১
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় বিথী (৩৫) নামের অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া ওই অটোতে থাকা একই পরিবারের ৩ শিশুসহ অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহত বিথী মির্জাপুর পৌরসভার বাইমহাটী গ্রামের ময়নাল হকের মেয়ে। এ ঘটনায় বিথীর কন্যাশিশু ও দুই ভাতিজি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক নয়ন। আহত ৩ শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।
স্থানীয় মোটরসাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত বেগে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আমরা বাসস্ট্যান্ড এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন