• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরও ৩ জন গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, ৮ ডিসেম্বর রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাই হয়। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালেবান নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার