• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত ‘গণতন্ত্র ও আদর্শ সরকার’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিইও মো. মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রনিকা ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচার পতনের সুফল আমাদের ধরে রাখতে হবে। দেশি—বিদেশি কোনো চক্র যাতে রাষ্ট্রের আর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আজকের এই তরুণ শিক্ষার্থীসহ শিক্ষক—শিক্ষিকা, অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারুণ্যের শক্তিই রুখবে দেশি—বিদেশী ষড়যন্ত্র ।


তিনি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাবার মাধ্যমে আমাদের মুক্তি মিললেও মুক্তির আন্দোলন শেষ হয়নি। স্বৈরাচারের দোসররা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখনো তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে। যা দেশের সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

গ্র্যান্ড ফাইলাল বিতর্ক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু 
জাবিতে ১৭তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবি