নওগাঁয় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত তিন থেকে এখন অব্দি নেই সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির মতো ঝরছে শিশির।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, চারদিক কুয়াশায় ঢেকে আছে। রাস্তায় মানুষের চলাচল কম। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এদিকে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপট বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, গতকালের চেয়ে আজকে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস বইছে। এ কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসছে। সূর্যের দেখা না মেলায় রাতের পাশাপাশি দিনেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরটিভি/এমএ
মন্তব্য করুন