বিএনপি জনগণের জন্য রাজনীতি করে: মঈন খান
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে তাই জনগণের ভোটে তারা বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত পিতা, সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল মঈন খান বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, তাই জনগণের ভোটে তারা বিশ্বাস করে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সত্যিকারের জনপ্রতিনিধি হবে। আগামীতে যেন দিনের ভোট রাতে না হয়, কোনো ডামি এমপি যেন সংসদে না আসতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিগত বছর গুলোতে দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে না, চাচ্ছে জনগণের সঠিক ভোটাধিকার ফিরিয়ে দিতে।
এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড. মাহরীন খান।
আরটিভি/এফএ
মন্তব্য করুন