• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজের তিন দিন পর তিন শিক্ষার্থী উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে চলমান ইসলামী মাহফিলের গেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় ওই শিশুদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সময়মতো মাদরাসা না যাওয়ায় শিক্ষকদের ভয়ে তারা তিন দিন ঘোরাঘুরি করে পার করেছে বলে জানা যায়।

শিক্ষার্থী তিনজন হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, ঘটনা জানার পরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। জিডি হবার পর তৎপরতা বাড়িয়ে শিক্ষার্থী তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার 
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার