• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১
সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোন নাছিমা আক্তার (২৫) মৃত্যু হয়েছে। একই সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই বোন পুষ্প ও নাছিমা। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে।

জানা গেছে, সকালে দুই বোন বাবার বাড়ি থেকে চাউল কিনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই তাদের বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়েছিল আমাদের এখানে। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩