• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮
পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে বাবুল মিয়া (৪৪) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানা ফিরে গেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

ঘটনার বর্ণনা দিয়ে আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশসদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব হাসান বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত
পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড