মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৬ পিএম


মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ আহাম্মদকে যুগ্ম-আহবায়ক এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তার সে নির্দেশনা বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সবগুলো কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে।

উল্লেখ্য, মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে সাবেক এমপি মাসুদ অরুণ সভাপতি এবং সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission