• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০১
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের সবজি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি পায়েল হোসেন।

তামিম উপজেলার বাঘারদাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার বাঘারদাড়ি গ্রামের রাবেয়া খাতুন নামে এক গৃহবধূ নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর মঙ্গলবার প্রতিবেশী তামিমদের বাড়ির একটি ডোবা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম তামিম, তার বাবা তাজ উদ্দিন ও চাচা জসিম উদ্দিনকে আসামি করে মামলা করেন। দুপুরে চৌগাছা সবজি বাজারে তামিমকে দেখতে পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, তামিম রাবেয়া হত্যার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামি পলাতক। তাদের আটকে অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
যশোরের আলোচিত শাহীন চাকলাদারের কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত