• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬
ছবি: সংগৃহীত।

পাবনার চাটমোহরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ কল্পনা খাতুন (৯) নামে এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুকন্যা কল্পনা খাতুন উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। তিনি চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার