• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আ.লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধূলিসাৎ করেছে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
ছবি: আরটিভি

আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা ও চেতনাকে ধূলিসাৎ করেছিল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার পরিবর্তে তারা তাদের প্রভু দেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে। লুটপাট ও দুর্নীতি মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার হরণ করেছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে হালুয়াঘাট পেশাজীবী পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার পর আওয়ামী সরকারের বিভাজন, দমন নিপীড়ন ও একদলীয় শাসনের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছিল। যে কারণে মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাশিত রাষ্ট্র গঠন করা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে নতুন ভাবে কাজ শুরু কারলেও দেশি বিদেশি চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যার মাধ্যমে পরবর্তীতে তা বাধাগ্রস্ত করা হয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আবার সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এবার সেই সম্ভাবনাকে কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। অভ্যন্তরীণ ও বহি দেশীয় বিভিন্ন ষড়যন্ত্র অনুধাবন করে জাতীয় ঐক্যের আহ্বান জানালেও কেউ কেউ জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করতে পারে, যা হবে আত্মহত্যার শামিল।

আলোচনাসভা শেষে চার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

হালুয়াঘাট পেশাজীবী পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘট পেশাজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি মাসুদ করিম, সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক প্রমুখ।

এর আগে, হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাঙ্গিনাপাড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত করেন তিনি।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগ জাতীয় পার্টির বেশে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে: রাশেদ খান 
মহান বিজয় দিবসে দেশের সব জেলা-উপজেলায় হবে বিজয়মেলা
বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত: গোলাম পরওয়ার