ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, ২০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উপজেলার জামিরদিয়া এলাকায় দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ভালুকার জামিরদিয়ার রাইদা পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাউন্ডারি শহীদের সমর্থকদের সঙ্গে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়ার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দু’পক্ষের মধ্যে ওই কারখানার সামনে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানার ঝুটের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অগ্নিসংযোগ করা ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ বিষয় জানতে ভালুকা বিএনপির যুগ্ন আহ্বায়ক বাউন্ডারি শহীদ ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়ার বক্তব্য জন্য একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
তবে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম দুই পক্ষই নিজের লোক দাবি করে বলেন, বিষয়টি আমি ইতিপূর্বে সমাধান করে দিয়েছিলাম। হঠাৎ করে আজকে সংঘর্ষের বিষয়টি আমি পরে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্তিপূর্ণ আবস্থাতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরটিভি/এমএ
মন্তব্য করুন