নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম সীমান্ত (২০)।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহত সীমান্ত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সীমান্ত বড়।
জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজে যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন সীমান্ত। এরপর থেকে সীমান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বিষয়ে নিহতের বাবা হাজী আলম বলেন, গত বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তর ব্যাগ, মোবাইল টানাটানি করেন। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তারা মাথা, পেটে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাসির বলেন, ‘সীমান্ত মারা যাওয়ার বিষয়টি একটু আগে শুনেছি। মৃত্যুর খবরটি শুনে খুব দুঃখ লাগছে। তার চাচা আমার কাছে এসেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি মামলার পর আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন