• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠিতে ২ মামলা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪
শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠিতে ২ মামলা
ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজীর গাড়িবহর ও তার ওপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটি থানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জিবা আমিনা আল গাজী বাদী হয়ে এজাহার দুটি দায়ের করেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন দুটি এজাহারই মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে ও ১৪ ডিসেম্বর নলছিটিতে বিএনপির স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জিবা আমিনা আল গাজীর গাড়িবহরে ও তার ওপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জিবা আমিনা আল গাজীসহ বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। জিবা আমিনা আল গাজীর গাড়িটি ভাঙচুর করে তারা। এ ঘটনায় হুকুমের আসামি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরকে আসামি করা হয়। এ ছাড়াও হামলায় সরাসরি অংশ নেওয়া ৩৫ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। অজ্ঞাত আসামি রয়েছেন আরও শতাধিক।

ঝালকাঠি ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড করার পরে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ