ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই
ভাষাসৈনিক গোলাম কাওসার চানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ড পুরাতন পোস্ট অফিস পাড়ায় মারা যান তিনি।
মৃত্যুকালে গোলাম কাওসারের বয়স হয়েছিল ৯৬ বছর। তার ছেলে মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিএফ মামুন লাকি তারা বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তার তিন ছেলে, ছয় মেয়ে, নাতি, নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজার নামাজ শেষে মেহেরপুর পৌর কবরস্থানে এই ভাষাসৈনিককে দাফন করা হবে।
জানা যায়, ৫২-এর ভাষা সৈনিকদের হত্যার বিরুদ্ধে যে কয়জন মেহেরপুরে প্রতিবাদ ও মিছিল করেছিলেন তাদের মধ্যে গোলাম কাওসার চানা অন্যতম। ভাষা আন্দোলনের সময়ে মেহেরপুরে যে ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল, সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন গোলাম কাওসার এবং সভাপতি ছিলেন মুন্সী সাখাওয়াত হোসেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ সালাম বরকত জব্বারদের হত্যার কথা মেহেরপুরে পরের দিন শুনতে পাওয়া যায়। তখন মুন্সী সাখাওয়াত হোসেন ও গোলাম কাওসার চানার নেতৃত্বে মেহেরপুর শহরের রাস্তায় রাস্তায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছিল। পাক সরকারের ভাষা আন্দোলনের সময়ে তিনি মেহেরপুর উচ্চ ইংরেজি মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন