• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮
ভাঙ্গা থানা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজ ছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জ জেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গত ৪ ডিসেম্বর ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ফ্লাটে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ৭ ডিসেম্বর তার বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ওই কলেজ ছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত এক নারী তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ভবনের ফ্লাটে নিয়ে যায়। সেখানে অবস্থানরত দুই যুবক ওই ছাত্রীকে সারারাত আটকে রেখে ধর্ষণ করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লায় একটি ভবনে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২০৮৫ মামলা
পাইকগাছায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার
অস্ত্র মামলায় রিমান্ডে ‘ছাগলকাণ্ডের’ আলোচিত সেই মতিউর, স্ত্রী কারাগারে
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড