• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯
ছবি: সংগৃহীত।

বরগুনার আমতলীতে ঘন কুয়াশায় সুরভি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বরগুনা জেলার আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রিমা আক্তার (৪১)। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তানও গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি যশোরে। তিনি স্বামী-সন্তানদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুরভী পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালীবাড়ি নামক এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এছাড়া বাসের আরও ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আমতলীতে থাকা বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১