বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে মাঠে নেমেছে সোনারগাঁও থানা মহিলা দল।
উপজেলার সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উঠান বৈঠক করেন থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার।
উঠান বৈঠকে সালমা আক্তার বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। পরে এর ওপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন নেতাকর্মীরা।
এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী দিক নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা-হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে।
তারা আরও বলেন, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করে না বলেই তার এমন পতন হয়েছে।
উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।
আরটিভি/এএইচ/এআর
মন্তব্য করুন