• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সারাদেশে নিরাপত্তায় কাজ করছে ৬০ লাখ আনসার সদস্য: সাজ্জাদ মাহমুদ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
ছবি : আরটিভি

সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৬০ লাখ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে উপজেলার ৭ ইউনিয়নের কয়েক শতাধিক চা শ্রমিক, দুস্থ আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণে এসে তিনি এ কথা বলেন।

আবদুল মোতালেব বলেন, একই সঙ্গে সমাজের দুর্দশাগ্রস্ত জায়গা সম্মিলিতভাবে শক্তির মাধ্যমে সমাধান করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। আমাদের সমাজে যেসব দুর্দশার জায়গা আছে, সম্মিলিত শক্তির মাধ্যমে তা সমাধানে সামাজিক প্রক্রিয়া, একই সঙ্গে সমাজে যত অস্থিরতা আছে তা মাধ্যমে সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। নতুনত্বের সঙ্গে সম্পৃক্ত থাকতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিগগিরই সারা দেশে উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যােক্তা তৈরি করে দেশ ও বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পরে তিনি কয়েক শতাধিক চা শ্রমিক ও দুস্থ আনসার সদস্যদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে তাপমাত্রা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রিতে
পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে