• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

পর্যটকদের সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭
পর্যটকদের সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস
ছবি : সংগৃহীত

‘সম্মানজনক রাজকীয় ভ্রমণে আস্থার ঠিকানা’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে পর্যটক সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস নামক একটি আধুনিক স্লিপার চেয়ার কোচ।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন হল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইকনিক এক্সপ্রেসের চেয়ারম্যান বনি আমিন ফকির।

আইকনিক কোম্পানির সিইও মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের জেনারেল ম্যানেজার আল আমিন খান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান প্রমুখ। আইকনিক পরিবহন সেবা সম্পর্কে আলোকপাত করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকনিক এক্সপ্রেসের চেয়ারম্যান বনি আমিন ফকির বলেন, আইকনিক এক্সপ্রেস একটি সেবামূলক প্রতিষ্ঠান। আইকনিক এক্সপ্রেস দেশের যোগাযোগ সেক্টরে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। আমরা এর মাধ্যমে দেশের পর্যটক সেবায় নতুনত্ব আনতে কুয়াকাটা-ঢাকা, কুয়াকাটা-চট্রগ্রাম রুটে বিলাস বহুল এই পরিবহন সেবা চালু করতে যাচ্ছি। পরবর্তীতে সারা দেশেই আইকনিক এক্সপ্রেসের কার্যক্রম শুরু করা হবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা পরিবহন সেবার নতুন ধারা চালু করতে চাই। সেবার মধ্যদিয়ে ব্যবসা করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন সেক্টরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু শিকার করা হেনরি এখন পর্যটকদের প্রধান আকর্ষণ! 
বাংলাদেশি পর্যটকদের ফেরাতে তৎপর কলকাতার ব্যবসায়ীরা
জলোচ্ছ্বাসে বেহাল সড়ক, নিঝুমদ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের দুর্ভোগ
বয়কট নয়, বাংলাদেশিদের নিরাপত্তা দেবেন কলকাতার ব্যবসায়ীরা