• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৫ ডিসেম্বর) যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাফিজুর ও আশাবুল নিহত হন। আহত হন আরও একজন।

এ বিষয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের
ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, ২০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
দেশের বাজারে জিক্সার ২৫০ সিসির নতুন মোটরসাইকেল, দাম কত