• ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১
logo

বরিশালের সাবেক এমপি হাসানাতের শ্যালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:৪২
বরিশালের সাবেক এমপি হাসানাতের শ্যালক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক কাজী মফিজুল ইসলাম কামালকে ৩ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর কাউনিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

এরপর ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

গ্রেপ্তার কাজী মফিজুল ইসলাম কামাল (৭০) বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা মৃত কাজী মোখলেচুর রহমানের ছেলে। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির শোক র‌্যালিতে হামলাসহ তিনটি মামলার আসামি কাজী কামাল। তিন মামলার আসামি হিসেবে রোববার বিকেল ৩টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল কাউনিয়া প্রধান সড়কে তার বাসায় অভিযান চালায়। তখন ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমনের তাণ্ডবে ফিকে তামিমের ঝড়, জয় পেল বরিশাল  
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বরিশালে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার