কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর এলাকায় বাড়ির ছাদের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশু মারা গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন।
নিহত শিশুর নাম জুনাইদ আহমেদ (১০)। সে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার খালেক মেম্বার বাড়ির নুরুল আমিনের ছেলে। জুনাইদ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, জুনাইদ মা-বাবার সঙ্গে কুমিল্লা নগরীতে বসবাস করতো। সে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে বার্ষিক পরীক্ষা শেষে রোববার বিকেলে ব্রাহ্মণপাড়ায় তার চাচা মুমিনুল হকের ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারে খেলার ছলে জুনাইদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে জুনাইদ নামে এক শিশু। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশু জুনাইদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন