• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
নড়াইলে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি : আরটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মিষ্টি খানম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

মিষ্টি খানম ওই গ্রামের সজিব শেখের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিষ্টি নামে ওই স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নেয়। এরপরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী নিয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ২
নড়াইলে ছিনতাই হওয়া আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার
স্কুলছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার 
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই