• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৪
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 
ছবি : আরটিভি

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। পরে রাঙ্গামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরেশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার।

এ দিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
বাহরাইনে বিজয় দিবস উদযাপন
পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসইসির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প