• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

সোনারগাঁয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭
সোনারগাঁয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে বিএনপির ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং
সমমনাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি দেবে বিএনপি
সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলা অন্যতম মাধ্যম: আমিনুল হক
নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ