• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জনরোষে পালিয়ে গেলেন ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
জনরোষে পালিয়ে গেলেন ইউএনও
ছবি : আরটিভি

মহান বিজয় দিবসে জনরোষের শিকার হয়ে পালিয়ে গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। তিনি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়িতে করে পালিয়ে যান।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন না ইউএনও। পরে সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি আসেন ৯টায়। এ ছাড়াও শহীদ বেদী চত্বর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন।

এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও উছেন মে গাড়িযোগে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করতে আসলে অপেক্ষামাণ লোকজন তার গাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ আনেন স্থানীয়রা।

পরে বিক্ষুব্ধরা চলে গেলে শেষে সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে তিনি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস জাতীয় নাইন বলে চ্যাম্পিয়ন সাগর
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
বাহরাইনে বিজয় দিবস উদযাপন
পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন