• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮
মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে
ছবি : আরটিভি

মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় স্টাইলে বিয়ে করেছেন জাকারিয়া নামে এক যুবক। রোববার জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই বিয়ে দেখতে শত শত মানুষের ঢল নামে।

জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নেজামদ্দিনের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, তার মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনও তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়িয়ে বিয়ে করে। মায়ের সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন।

হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাবার পথে ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুধারে শত শত মানুষ ভিড় জমান।

জাকারিয়া বলেন, মায়ের অসিয়ত ছিলো এই পরিবারে ছেলে সন্তানের জন্ম হলে সে যেন হাতির পিঠে চড়িয়ে রাজকীয়ভাবে বিয়ে করে। মায়ের সেই ইচ্ছে পূরণের জন্য এভাবে বিয়ে করতে যাওয়া।

তিনি আরও বলেন, বর্তমানে হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন।

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া বলেন, জাকারিয়ারদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার মা অসিয়ত করেছিলো, কোনদিন ছেলে সন্তান হলে তার বিয়েতে যেন হাতি নিয়ে বিয়ে করতে যায়। তাই তার বিয়ে দেওয়ার জন্য আমরা বরযাত্রী হয়ে এসেছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘একটু সুখের বাজারে’ ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার
জুতার ভেতর মিলল ৫ স্বর্ণের বার
জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন 
জয়পুরহাটে জব ফেয়ারের মাধ্যমে প্রবাসী কর্মী নির্বাচন