• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮
ছবি : আরটিভি

বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একত্র হওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

এ সময় পরিদর্শন ছাওনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ দলটির ৭ নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে।’

তাদের নামে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তল্লাশি করে দেখা হচ্ছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়