• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ

আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
ফাইল ছবি
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলার মোহাম্মদ গুপি শেখ।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে।

অন্যদিকে বিকেলে নগরকান্দা কলেজের সামনে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মাতবর নামে এক কিশোরের মৃত্যু হয়। সে ওই উপজেলার বালিয়া গ্রামের বেলায়েত মাতবরের ছেলে। নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
বাহরাইনে বিজয় দিবস উদযাপন
পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন