• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মাজারে ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধে নরসিংদীতে বিক্ষোভ

আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬
মাজারে ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধে নরসিংদীতে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

নরসিংদীতে টাওয়াদী সখিনার মার মাজারে ওরস কেন্দ্রিক সকল অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ওলামায়ে কেরাম, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও টাওয়াদী এলাকাবাসী এ বিক্ষোভে অংশ নেন।

এ সময় শত শত বিক্ষোভকারী টাওয়াদী ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ শুরু করেন চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরো এলাকার সড়ক প্রদক্ষিণ করে টাওয়াদী ভূঁইয়া বাড়ির জামে মসজিদ এলাকায় এসে শেষ করেন।

বিক্ষোভকারী জনতা এ সময় ‘গাজাখুদেরর আস্তানা- গুড়িয়ে দাও ভেঙে দাও’, ‘ভন্ডদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তারা মাজারের সকল শিরিক কার্যক্রম গুটিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। কোন রকম বিশৃঙ্খলা পরিস্থিতি হলে সকল দায়ভার মাজার সংশ্লিষ্টদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। এ বিষয়ে গত ১১ ডিসেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও কোনো প্রদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওরসকে কেন্দ্র করে প্রতিবছর ১৭, ১৮, ১৯ ডিসেম্বর এখানে মাদক ব্যবসা, নেশা আড্ডা, অসামাজিক কর্মকাণ্ড, নারী নৃত্য, সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক লাগিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা চালানো হয়। সেই সঙ্গে তাদের বাবার নামে মহিষ জবাই করে সেই রক্ত পান করা হয়। সারা বছর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসব কর্মকাণ্ড করে আসছে তারা। এতে করে এলাকার যুব সমাজ বিপথে চলে যাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

এ সময় প্রতিবার সভায় বক্তব্য রাখেন, টাওয়াদি ভূঁইয়া বাড়ির জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইমাম মুফতি আজিজুল হক, বেলাব উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী মডেল কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা আল আমিন, টাওয়াদি ভূঁইয়া বাড়ির জামে মসজিদের ক্যাশিয়ার আফতাব উদ্দিন ভূইয়া মামুন, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খলিল ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুল জলিল, দাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জুনাঈদ আল হাবিবসহ ওলামায়ে কেরাম ও এলাকাবাসী।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ
নরসিংদীতে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩
তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যার’ প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নরসিংদীতে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা