• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

‘যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনও অর্জিত হয়নি’

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:০১
‘যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনও অর্জিত হয়নি’
ছবি : আরটিভি

মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘স্বাধীনতা ও বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে কষ্ট হয়, কারণ মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন এখনও অর্জিত হয়নি। এখনও দেশের লাখ লাখ মানুষ না খেয়ে ঘুমায়। লাখ লাখ মানুষ আশ্রয়হীন। এখনও আমাদের দেশে লাখ লাখ শিক্ষিত বেকার।’

এ সময় তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া ১৯ দফা নিয়ে যে পরিবর্তনের সূচনা করেছিলেন, তাকে তা করতে দেওয়া হয়নি। তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার পরে তার চেয়ে বেশি আর কারও অবদান নাই। তাকেও অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় শাস্তি দেওয়া হয়েছিল এবং আরও অনেক মিথ্যা মামলায় তাকে আসামি দেওয়া হয়েছিল। তিনি আইনের পথে তা মোকাবেলা করার চেষ্টা করছেন। জুলাই ও আগস্টের যে আন্দোলন তা গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমানের যে অবদান, তা সবাই স্বীকার করে। দিনরাত পরিশ্রম করে তিনি শুধু বিএনপিকেই সংগঠিত করেন নাই, তিনি গোটা আন্দোলনকে সংগঠিত করেছেন।’

এ সময় বর্তমান সরকার প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এখন যে সরকার আছে, তারা জোর করে ক্ষমতায় আসেনি। দেশের ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ, যুবক, সাধারণ মানুষ ও আমরা সবাই মিলে তাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছি। একটি নির্দিষ্ট মিশনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনার জন্য দৈনন্দিন যেসব কাজ, জনগণের সমস্যা সামাধানের জন্য কাজ করবে এবং পাশাপাশি দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।’

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘মনে রাখতে হবে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম, বিগত জুলাই-আগস্টেও যে লড়াই হলো, তা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন এবং অতি সম্প্রতি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নজরুল ইসলাম খান মুক্তিযুদ্ধের নানা ঘটনার স্মৃতিচারণ করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এ বিজয় র‌্যালিতে সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতি এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন প্রমুখ।

এদিকে বিজয় র‌্যালি শেষে নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় গান পরিবেশন করেন স্থায়ী ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আ.লীগ কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিল: প্রিন্স 
ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত
ফ্যাসিবাদের পতন ঘটলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি: নজরুল ইসলাম
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত