• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে জাহিন টেক্সটাইলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৬
নারায়ণগঞ্জে জাহিন টেক্সটাইলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন জাহিন টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিশ্বজিৎ সরকার।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিন টেক্সটাইলে রাত সাড়ে দশটায় আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সময়ের সাথে সাথে আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না। দুই ঘণ্টা ধরে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নেভানোর জন্য দুই ঘণ্টা ধরে আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের তাপ বেশি হওয়ায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনতে। রাত এখন পৌনে ১২টা বাজলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পের পুরোনো ভিডিওকে ইজতেমা মাঠের আগুন বলে অপপ্রচার
১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন
কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিন ঘণ্টা পর জাহিন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে