• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২
ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম
ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয় বরং প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়।

নুসরাত তাবাসসুম বলেন, প্রতিবেশী যেমনই হোক না কেন, তার সঙ্গে সম্পর্কও প্রতিবেশী সূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায়, তাহলে মনে হয়, ভারতেরও মানুষের সময় এসেছে নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। মেলায় ৩৫টি স্টলে জেলার বিভিন্ন উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মঞ্চে গানের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা দেখানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি আসলাম অর্ক, সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নেতারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২
হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানও ভারতে যাবেনা
যে কারণে অস্কার থেকে বাদ পড়ল ভারতের ‘লাপাতা লেডিস’
সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান