• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০২
সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সেমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোখলেস মোল্লার ছেলে নাঈম (২৩) এবং একই উপজেলার শেখ শাহাদাত হোসেনের স্ত্রী সুমা আক্তার (২৪)।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি একটি চক্র অবৈধ অস্ত্রসহ নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজার ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশিকালে তিশা পরিবহনের এক বাসে যাত্রীদের তল্লাশির সময় দুজনের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ব্যবসায়ীর 
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
লেক থেকে উদ্ধার হলো অজ্ঞাত তরুণীর মরদেহ