• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৬
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হাবিব মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ দুদিন পর উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার অরুয়াইলে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ।

নিহত হাবিব অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. শামছু মিয়ার ছেলে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ বলেন, ‘হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বিকেলে মেঘনা নদীতে বেপারী এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডের পাখায় কারেন্ট জাল লেগে বন্ধ হয়ে যায়। জালটি খুলতে বাল্কহেডের লোকজন হাবিবের সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করেন। হাবিব ১০ ফুট পানির নিচে নৌকার পাখা থেকে জালটি খুলতে ডুব দিলে আর ওঠেননি।’

তিনি আরও বলেন, ‘হাবিবের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে সরাইল ফায়ার সার্ভিস চেষ্টা করে করে ব্যর্থ হলে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয়। তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত 
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর