পটিয়ায় ১৬ বছর পর জামায়াতের শোডাউন
চট্টগ্রামের পটিয়ায় ১৬ বছর পর বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে পটিয়ায় পৌর সদরের ইন্দ্রপুল থেকে বাস স্টেশন পর্যন্ত বিশাল বিজয় মিছিল বের করে থানার মোড়ে সভার মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা সম্পাদক ইসমাইল হক্কানী।
পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক শিবিরের জেলা সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর বিজনেস ফোরামের সভাপতি শাহজাহান মহিউদ্দীন, চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স ফোরামের সেক্রেটারি আকতার হোসেন, পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাফফর আহমদ, মাস্টার নাসের আলম শেখ, সাবেক সেক্রেটারি হাসমত আলী, সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাদেক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাহমুদুল হক, ছাত্রশিবির পটিয়া শহর সভাপতি জাহাঙ্গীর আলম, পটিয়া সরকারি কলেজ শিবির সভাপতি মাহবুব উল্লাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত সেক্রেটারি বদরুল হক বলেন, ‘আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছে। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জনগণ থেকে মুছে ফেলতে চেয়েছিল এই অশুভ শক্তি। সময়ের পরিক্রমায় আওয়ামী ফ্যাসিস্টরা নিজেরা মুছে গেছে। স্বাধীনতার ৫৪ বছরে এসে মানুষ স্বাধীনতার স্বাধ পেতে শুরু করেছে। বিগত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন করে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই করে যাবে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন