• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

পাঁচবিবি সীমান্তে পড়েছিল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
পাঁচবিবি সীমান্তে পড়েছিল বৃদ্ধের মরদেহ
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবির তাজপুর সীমান্ত এলাকা থেকে শ্যামাচরণ সিং (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে ভারত সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটেলিয়ানের অধীন কড়িয়া বিওপির ক্যাম্প কমান্ডার শাহ আলম।

তিনি বলেন, সীমান্ত এলাকায় শ্যামাচরণের মরদেহ দেখতে পান স্থানীয়রা। শ্যামাচরণ দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী রোগে ভুগছিলেন। এ জন্য পরিবার থেকে তার পায়ে শেকল লাগিয়ে রাখে। ধারণা করছি, রাতের কোনো এক সময় বাড়ি থেকে খালি গায়ে বের হয়ে সীমান্ত এলাকায় ফাঁকা মাঠে সারারাত ছিলেন। হয়তোবা ঠান্ডায় মারা যেতে পারেন তিনি। এখানে সীমান্তে হত্যার মতো কোনো ধরনের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এখানে সীমান্ত সংক্রান্ত হত্যার কোনো ঘটনা ঘটেনি। তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে বাড়ির বাইরে বের হওয়ায় প্রচন্ড ঠান্ডা ও বার্ধ্যকজনিত কারণে মৃত্যু হতে পারে তার।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
গাইবান্ধা থেকে চুরি হওয়া বাস পাঁচবিবিতে উদ্ধার
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
নারীকে বাঁচাতে খালে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার