• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

৩৩ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
ছবি : আরটিভি

জুতার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভিতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকরা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারে ব্যবহৃত চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জে কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু 
উল্লাপাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার