• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২
ছবি : আরটিভি

রাজবাড়ীতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ফাহিম ফয়সাল ওরফে জিম (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

আটক যুবক কুষ্টিয়ার ভেড়ামারা থানার চাঁদগ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি মো. মফিজুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করা হয়। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে বাসের জে-৪ নম্বর সিটের যাত্রী ফাহিম ফয়সাল ওরফে জিম কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা, ভারতীয় মুদ্রা রূপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৩৭ লাখ টাকা মূল্যমানের।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৩ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১
ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক
হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক
সোনারগাঁয়ে বিদেশি পিস্তলসহ আটক ২