• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭
ছবি : আরটিভি

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বালুভর্তি নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বোদা উপজেলার করতোয়া নদীর কালিয়াগঞ্জ এলাকার নাজিরগঞ্জ মৌজায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ এ জরিমানা করেন।

এ সময় কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন বোদা থানা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, করতোয়া নদীর কাজলদিঘী কালিয়াগঞ্জ এবং মারেয়া বামনহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় বালু মহাল না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম ফুয়াদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর এবং নৌকায় পরিবহন করার সময় ধরা পড়েন। তাৎক্ষণিক ট্রাক্টরের মালিক মজিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বালু ভর্তি নৌকা পাওয়া গেলেও নৌকার মালিক পালিয়ে গেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম ফুয়াদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ট্রাক্টর মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়। একটি নৌকা ও চারটি ব্যালচা জব্দ করা হয়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা
প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে
পঞ্চগড়ে ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা