• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সাবেক এমপি লতিফ আরও দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আগেও অন্য মামলায় রিমান্ডে ছিলেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানার এক মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদনে উল্লেখ করেন, নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।

গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। ওই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভা কারাগারে, সিয়াম-নাঈম রিমান্ডে
সাবেক মন্ত্রী কামরুল ও এমপি সোলায়মান সেলিম চার দিনের রিমান্ডে
তিন দিনের রিমান্ডে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নদভী