সাবেক এমপি লতিফ আরও দুদিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আগেও অন্য মামলায় রিমান্ডে ছিলেন তিনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানার এক মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদনে উল্লেখ করেন, নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।
গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। ওই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ।
আরটিভি/এমএ
মন্তব্য করুন
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

আইনজীবী হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
