• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবককে হত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের চাচা বশির আহমদ বলেন, ‘আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এ ছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলে, মঙ্গলবার রাতে ধারালো কোনো অস্ত্র দিয়ে জসিমের গলার একপাশে আঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে শ্বাস নালি কেটে যায় জসিমের। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা