• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়ায় নলচিরা ঘাটে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত যাত্রীবহনের অভিযোগে দুটি স্পিডবোটকে জরিমানা করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর আদালত এই জরিমানা করেন।

ঘাটের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘাটে যান। এ সময় দুটি স্পিডবোট চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে নলচিরা ঘাটে পৌঁছালে তাদেরকে আটক করা হয়। পরে অতিরিক্ত যাত্রীবহন ও অনুমোদন না থাকায় কাজী রাকিবের মালিকানাধীন স্পিডবোটকে ৩ হাজার এবং আবদুর রহমানের স্পিডবোটকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার করছে অনেক গুলো স্পিডবোট। প্রশাসনের তদারকি না থাকায় অতিরিক্ত যাত্রীবহন করছে তারা। ইতোমধ্যে নদীর মাঝখানে বিকল হওয়াসহ বিভিন্ন অভিযোগ উপজেলা প্রশাসকে জানিয়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা। এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মং এছেন বলেন, নদী পথে যাত্রী পরিবহনে অনিয়ম ও অসংগতি বিষয়ে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অন্যান্য স্পিডবোট মালিকদেরকে বৈধ কাগজপত্র সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
নেশাজাতীয় ট্যাবলেট খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের