• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ ব্যবসায়ীর 

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩
ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রউফ ও শিপন।

নিহতদের বন্ধু রাকিব বলেন, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ৩০০ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, তারা পূর্বাচল ৩নং সেক্টরের ভূঁইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাস-অটোভ্যান সংঘর্ষ, প্রাণ গেল ভ্যানচালকের
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত