• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সীমান্তে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:০২
ফাইল ছবি।

পঞ্চগড়ের সেনপাড়া সীমান্তে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তাকে ফেরাতের জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার বিকেলে সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে জানান, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়ার কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
ভারতীয় গণমাধ্যমে পঞ্চগড়ের কিশোরীকে নিয়ে মিথ্যাচার
সারাদেশে নিরাপত্তায় কাজ করছে ৬০ লাখ আনসার সদস্য: সাজ্জাদ মাহমুদ