খাগড়াছড়িতে আজও চলছে অবরোধ
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদ, দলীয় অফিসে শ্রদ্ধা নিবেদনে বাধাদান এবং গতকাল শনিবারের সড়ক অবরোধে প্রশাসনের টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে আরো একদিন সড়ক অবরোধ বাড়ানো হয়।
খাগড়াছড়ি-পানছড়ি সড়ক, গুইমারার রামসু বাজার ও মানিকছড়িসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে ইউপিডিএফ কর্মীরা। অবরোধের ফলে আভ্যন্তরীণ সড়কে হালকা যান চলাচল করলেও জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকাল পৌনে ৯টার দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে।
অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গেলো বুধবার দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজ দলের বিদ্রোহীদের দায়ী করেছে ইউপিডিএফ।
এসএস
মন্তব্য করুন