• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২৮
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতাবিড়াল উদ্ধার করেছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি দল।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে এটি উদ্ধার করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সূত্রমতে, বুধবার একটি নির্মাণাধীন ভবনে চিতাবিড়ালটি দেখতে পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে খবর দেন স্থানীয় লোকজন। পরে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহানের নেতৃত্বে চিতাবিড়ালটি উদ্ধার করা হয়। এ সময় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বিট কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আবাসস্থল হারিয়ে চিতাবিড়ালটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরিচর্যা শেষে বিকেলে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে বন্যপ্রাণী হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর চিতাবিড়ালটি সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

২০২১ সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারবেশন অব নেচারের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির প্রাণীর লাল তালিকায় রয়েছে চিতা বিড়ালের এই প্রজাতিটি।

আরটিভি/এএএ-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার যানজট
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ